স্বপ্ন

ধ্বংস। বিষণ্ণতা। তবুও যখন রঙের কথা মনে করায় চারপাশ।

 

স্বপ্ন

 

স্বপ্নে দেখলাম তোমায়।

যেন কঙ্কালের ওপর জীর্ণ চামড়া।

ভয় হয় চোখের ওপর চোখে,

কুণ্ঠায় আজীবন!

আমিও কি আজ রক্তমাংসের?

ভঙ্গুর স্বপ্নের টুকরো পেরোতে পেরোতে,

আজও কি আমি, সেই আমি?

তবুও, চোখ রাখি, তোমার চোখে, স্বপ্নেই

স্তম্ভিত ধ্বংসে প্রাণ আসে জলস্রোতে,

দুরন্ত ঘোড়ার শ্বাসের শব্দে,

চুরমার স্বপ্নে, এক অঙ্কুর যেন!