দোলনা

কয়েক দিন আগে, একটা Photography-র website-এ একটা ফোটোগ্রাফ চোখে পড়ল। একটি দোলনায় শুয়ে এক মহিলা।

Depth of field, Aperture.. ইত্যাদি ফোটোগ্রাফির technicalities সম্বন্ধে ভাবতে ভাবতে, sequence of thoughts-এর বাংলা notes-টা এই রকম দাঁড়ালো।

দোলনা

দোলনায় যে শুয়ে আছে, তাকে সম্পূর্ণ দেখা যায় না।

আরও এক শরীর কি ওপাশে, আড়ালে, লগ্ন হ’য়ে আছে?

আকাশের গায়ে ঝুলন্ত, দোলাচল!

পিছনে পাহাড়, না কি সমুদ্র, আবছায়া অন্ধকারে ঢাকা!

অসমাপ্ত এই চিত্রের বাকিটুকু কি অন্য ক্যানভাসে আঁকা?

খুঁজে পাওয়া যায় নি, এ ছবির বাকিটুকু আজও!

লাল ওড়নায় ঢাকা বুকের মাঝে, ডাক দেওয়া এক চোখ।

অন্য চোখে কি কান্না?

এ দোলনাটা সম্ভবত ছোট, দুজনের জায়গা ছিল না-

কোথায়ই বা দু’জনের জায়গা থাকে?

দুলতে থাকা অসমাপ্ত সত্যের মতো!